চিলাহাটিতে শীত পড়েছে পুরোদমে।


মোঃ সুমন ইসলাম প্রামানিক,ডোমার (নীলফামারী) প্রতিনিধি। সীমান্ত অঞ্চল ডোমার চিলাহাটিতে গত কয়েকদিনে তীব্র শীত পড়তে দেখা গেছে।
হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। শিশির ভেজা ঘাস আর কুয়াশার চাদর সেই জানানই দিচ্ছে। তবে অগ্রহায়নের প্রথম দিকে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, এত শীত আগে পড়েনি। মনে হচ্ছে, এবার শীতের তীব্রতা বেশি হবে। উত্তরাঞ্চলের উপজেলাগুলোতে ভোরবেলা ঘনকুয়াশা ভেদ করে সহজে সূর্যের দেখা মিলছে না।
শীতের আমেজে স্থানীয় গ্রাম ও শহরের হাট-বাজারগুলোতে পুরোদমে উঠতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম, ওলকপি, গাজর, টমেটো আর ধনেপাতাসহ অন্যান্য শীতকালীন ফলমূল। সেই সাথে প্রস্তুতি শুরু হয়েছে গ্রামীণ পিঠাপুলি ও নবান্ন উৎসবের।
শীতের ঠান্ডা শুরু হওয়ায় এ অঞ্চলের মানুষজনের মাঝে শীতের পোষাক কেনাসহ লেপ-তোষক বানানোর ধুম পড়েছে। দোকানগুলোতে চাহিদা বেড়ে গেছে লেপ, তোষক ও শীতের পোশাকের। লেপ-তোষক তৈরির কারিগররা পার করছেন ব্যস্ত সময়। স্থানীয় বাজারগুলোতে দেখা যাচ্ছে নানা রকমের শীতের পোশাক। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেটে দোকানিরা শীতের পোশাক তুলেছেন।
দুপুরে কিছুটা রোদের দেখা মিললেও বিকাল থেকে শুরু করে সারা রাত ঠান্ডা ও কুয়াশা অনুভূত হয়। রাত যত গভীর হয় শীতের তীব্রতাও বাড়তে থাকে। গত ২ থেকে ৩ দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। পর্যায়ক্রমে এ তাপমাত্রা আরও কমে আসবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।