চিলাহাটিতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত


মোঃ সুমন ইসলাম প্রামানিক (নীলফামারী) প্রতিনিধি :নীলফামারী জেলার চিলাহাটিতে এস.এস.সি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগে ১৩০, মানবিক বিভাগে ৪১৩ জন মিলে সর্বমোট ৬৪৩ জন অংশগ্রহণ করে। এর মধ্যে অনুপস্থিত দুইজন। অপরদিকে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ কেন্দ্রে অনুপস্থিতির সংখ্যা দুইজন।