ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চিলাহাটিতে স্বামীর সঙ্গে ঝগড়া করে রহস্য জনক স্ত্রীরির মৃত্যু। 

মোঃ সুমন ইসলাম প্রামানিক, নীলফামারী প্রতিনিধি :নীলফামারী চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের শাহার মোরে ০১নং ওয়ার্ডে আঁখি আক্তার (২৩) নামে এক বিবাহিত নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ (০৭ মার্চ)  মঙ্গলবার সন্ধান আনুমানিক ৬.৩০ মিনিটে আলী আকবরে স্ত্রী  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে নিহত আঁখি আক্তার বাবা সকালে শবে-বরাতের জন্য গরুর মাংস চাল নিয়ে আসে তার স্বামীর বাড়িতে খাওয়া করার পর চলে যায় আঁখি আক্তার বাবা, পরে স্বামীর সঙ্গে ঝগড়া হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে  আঁখি আক্তার নিজ ঘরে, পরে এলাকার মানুষ চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন দেন।
এবিষয়ে ইউপি সদস্য আব্দুল খালেক বলেন আমাকে এলাকার মানুষ ফোন দেন যে আলী আকবরের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আমি ততক্ষণে সেখানে যাই গিয়ে দেখে আলী আকবরের স্ত্রীকে বিছানায় রাখছে আমি বললাম  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আপনার নিচে নামালেন কেন পরে শুনলাম সে স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া হয়েছে, আমি আবার দেখতাম পুলিশো দেখলো যে মরদেহটির চোখের পাশে একটু স্পর্ট আছে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম কালু বলেন, আমাকে ফোন দেন শাহার মোর থেকে যে আলী আকবরের স্ত্রী গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পরে আমরা ওখানে গিয়ে দেখলাম যে লাশটিকে নামিয়ে বিছানায় রাখছে গলায় ওড়না পেঁচানো আবার ওড়না থেকে বের হলো  ১০০টাকা নোট , মরদেহটির চোখের পাশে একটু স্পর্ট পাওয়া গেছে, আলী আকবরের শশুর বাড়ি লোকজন বলতেছে যে তাকে মেরে ফেলে গলায় ওড়না পেচিয়ে রাখছে, পরে পুলিশ এসে মরদেহটি  নিয়ে যায়।
এবিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন  সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট না আশা পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছে না।

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় বাবা ছেলে জখম     |     গাংনীতে কাজীপুর মুক্তিযোদ্ধাদের ৮ কবর স্মৃতি সৌধস্থল পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু     |     ছাত‌কে গো‌বিন্দগঞ্জ ক‌লে‌জে অ‌বৈধ অধ্যক্ষ অপসার‌নের দা‌বি‌তে মানবন্ধন      |     মেহেরপুরে মাটি বহনকারী ট্রলির চাপায় শিশু নিহত     |     টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া     |     ডোমারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত     |     কোটচাঁদপুর জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯!     |     বগুড়ার শেরপুরে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিলিং স্টেশনের মালিক লাপাত্তা     |