চিলাহাটিতে ২০২৩ বই উৎসব পালিত হয়েছে।


মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ ডোমার উপজেলার ঐতিহ্যবাহী চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। সারা দেশের কর্মসূচির
অংশ হিসাবে রবিবার দুপুর ১২টা ১০মিনিটে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ৬ষ্ঠ থেকে নবম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। প্রতি বছরের মত এবারও নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে ছাত্র-ছাত্রীরা উল্লাষিত হয়ে পরে। তবে বেশী উল্লাষিত হতে দেখা যায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের। বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম,সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির,ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান ও আজম আলী প্রমুখ্য।