চিলাহাটি কেতকীবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই।


মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার (১২ই মে) দুপুরে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সরকারপাড়া এলাকার মোঃ তুইও আলীর পুত্র রনি ইসলাম ও ইয়াছিন আলীর পুত্র দুখু মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এসময় তাদের দুটি বাড়ির তিনটি ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম রোমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনার পর একই এলাকায় পৃথক জায়গার একটি খড়ের গাদায় আগুন লেগে ধূলিসাৎ হয়েছে।