ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চিলাহাটি কেতকীবাড়ীতে ইউপি উপ-নির্বাচন প্রথমবারের মতো ইভিএমে ভোট। 

মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ওয়ার্ডটির ভোটাররা।
কেতকীবাড়ী ইউপির উপ-নির্বাচনে ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন—আসাদুজ্জামান ভেনাস (ফুটবল প্রতীক), জাহাঙ্গীর আলম নুরা (টিউবওয়েল প্রতীক) ও ফাহারিজুল ইসলাম বাঁধন (মোরগ প্রতীক)।
এবিষয়ে ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডোমারে এবারই প্রথম ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেখ তারিখ ছিল ৮ই অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ই অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ই অক্টোবর ও প্রতীক বরাদ্দ করা হয়েছিল ১৮ই অক্টোবর। আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
উল্লেখ্য, চলতি বছরের ৫ই জানুয়ারী অনুষ্ঠিত ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত তফিজুল হক মৃত্যুবরণ করায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |