চিলাহাটি স্থল বন্দর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব।


মোঃ সুমন ইসলাম প্রামানিক,ডোমার ( নীলফামারী ) প্রতিনিধ:ভারতের হলদীবাড়ির সঙ্গে বাংলাদেশের নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সীমান্ত দিয়ে সরাসরি ব্রডগেজ রেল যোগাযোগ স্থাপনে বাংলাদেশে অংশের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয় সচিব মোঃ মামুন আল রশিদ।
আজ শনিবার বিকাল ৫ টার সময় পরিকল্পনা মন্ত্রণালয় সচিব
চিলাহাটিতে এসে রেলপথের নির্মাণাধীন কাজ পরিদর্শন শেষে
সাংবাদিকদের জানান এই প্রকল্পের ফাস্ট মিটিংটি তে আমি ছিলাম আজকে পরিদর্শনে এসে যে প্রকল্পের এর মাধ্যমে কাজ হচ্ছে এ বিষয়গুলো আমি বর্ণনায় শুনেছি বাস্তবে এসে যেটুকু দেখলাম, তা আমার দেখার দরকার ছিল, প্রকল্প এর সরজমিনে দেখে গেলাম, আর এই প্রকল্পের জেনারা কাজ করছেন ওনাদের যদি কোন রিকুজেশন অথবা রিকোয়ারমেন্ট থাকে সেগুলো বিষয়ে আমি পরবর্তী মিটিংয়ে আলোচনা করব। সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন অনতিবিলম্বে এ প্রকল্পের কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। প্রকল্প পরিদর্শনকালে উক্ত প্রকল্পের দায়িত্ব-রত পিডি মহোদয় আব্দুর রহিম ও ম্যাক্স ইন্টারন্যাশনাল কোম্পানির দায়িত্ব পিডি রোকনুজ্জামান শিহাব উপস্থিত ছিলেন।