ঢাকা, বুধবার, ২২শে মার্চ ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চুপি চুপি ২০ লাখ মাকে মোবাইল ফোন কিনে দিলেন শেখ হাসিনা !

প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তির টাকা মায়েদের মোবাইল ফোনের অ্যাকাউন্টে পৌঁছে দিতে ২০ লাখ মোবাইল সেট কিনে দিতে হয়েছে সরকারকে। কারণ হতদরিদ্র্য এই মায়েদের ফোন কেনার সামর্থ্য ছিল না।

তবে পুরো কাজটিই সরকার করেছে অনেকটাই গোপনে। না হলে সবাই বিনামূল্যে ফোন চাইতো বলে ধারণা ছিল সরকারের।

রবিবার সরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২৬৫ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে এ কথা জানান।

২০১৭ সালের ১ মার্চ প্রধানমন্ত্রী প্রথম থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির টাকা তাদের মায়েদের মোবাইল ফোনে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। এখন এক কোটি ৩০ লাখ মা এভাবে টাকা পাচ্ছে বলে জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা এক কোটি ৩০ লাখ মায়ের নামে মোবাইল ফোনে টাকা দিচ্ছি। এর মধ্যে ২০ লাখ মা আছে যাদের হাতে মোবাইল ফোন ছিল না। তাদেরকে আমরা মোবাইল ফোন ও সিম কিনে দিয়েছি। এটা আগে বলিনি, তাহলে সবাই বলত মোবাইল ফোন কিনে দেন।’

বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর ১৯৮১ সালে ফিরে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে দরিদ্র পরিবারের সন্তানদের স্কুলে না দেয়ার বিষয়ে মায়েদের সঙ্গে কথা বলেছেন বলে জানান শেখ হাসিনা। জানান, ওই মায়েরা তাকে বলেছে, স্কুলে দিলে তাদের পরিবারের আয় কমে যাবে। এর চেয়ে কাজে দিলে দুটো টাকা আসবে।

এই অভিজ্ঞতা থেকে উপবৃত্তি দেয়া চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘টাকার পরিমাণ খুব কম দিয়ে আমি শুরু করেছি, খুব বেশি না। কারণ ওর ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাক, তা আমরা চাই না, তাহলে কর্মবিমুখ হয়ে যাবে। কিন্তু ওটা যেন কিছুটা হলেও তাকে সহায়তা দেয়।’

You must be Logged in to post comment.

গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে রাণীশংকৈলে সংবাদ সম্মেলন     |     গাংনীতে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর মতবিনিময় সভা     |     মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড     |     প্রধানমন্ত্রীর ঘর পেয়ে টাঙ্গাইলে ভূমি ও গৃহহীনরা পেল নতুন জীবন     |     শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন     |     এক স্কুলে পড়ে ১০ জোড়া যমজ ভাই-বোন      |     পরিষদ গঠনের ১৩ মাস পার না হতেই, স্বজনপ্রীতি, অনিয়ম, জন্ম সনদ গ্রহণে টাকা গ্রহণসহ নানা অভিযোগ গাংনীর সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউরের বিরুদ্ধে মেম্বরদের অনাস্থা ও পরিষদ বর্জনের ঘোষনা।     |     ঠাকুরগাঁওয়ে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আম     |     লালমনিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা ও বাৎসরিক দোয়া মাহফিল     |     মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ছহিউদ্দীন বিশ্বাসের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন     |