ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

চুলের আগা ফাটা রোধে যা করবেন

লাইফস্টাইল: চুল দুর্বল হলে আগা ফাটা সমস্যা হয়। এজন্য আগা ছাঁটা ছাড়াও রয়েছে কয়েকটি সমাধান।
রূপচর্চাবিষয়ক ওয়েবসাইটে আগা ফাটা চুল পরির্যার পন্থা নিয়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে আমাদের এই আয়োজন।
চুলের আগা ফাটা আসলে কী? চুলের নিচের অংশ ফেটে যাওয়াকে আগা ফাটা বলে। অতিরিক্ত শুষ্ক, ভঙ্গুর এবং নিচের অংশ বেশি ঘষা খেলে চুলে আগা ফাটার সমস্যা দেখা দেয়। অতিরিক্ত তাপ প্রয়োগ, ব্লোড্রাই, স্ট্রেইট বা কোঁকড়া করা হলে আগা ফাটা সমস্যা দেখা দিতে পারে।সম্প্রতি চুল কেটে থাকলে কয়েকটি বিষয় মাথা রাখুন। এগুলো চুলের আগা ফাটা থেকে রক্ষা করবে।
আঁচড়ানো: জট ছাড়াতে ভেজা চুল মোটা দাঁতের চিরুনি দিয়ে নিচ থেকে আঁচড়ানো শুরু করুন। এরপর ধীরে ধীরে উপরের দিকে আঁচড়ান। এটা চুলে জট লাগা কমায়। খেয়াল রাখবেন, জট ছাড়ানোর সময় চুলে বেশি চাপ না পড়ে। এতে চুল ভেঙে বা ছিঁড়ে যেতে পারে। তাই চুল কয়েক ভাগে ভাগ করে তারপরে আঁচড়ান। চুলে ডিপ কন্ডিশনিং করা ১৮০ ডিগ্রির উপরে তাপ প্রয়োগ করে চুলে কোনো যন্ত্র ব্যবহার করা ঠিক না। কারণ এটা চুল গঠনের প্রোটিন ‘কেরাটিন’ নষ্ট করে। চুল কেবল এই নির্দিষ্ট মাত্রা আগ পর্যন্ত তাপ নিতে পারে। এর বেশি হলে তা চুলের কিউটিকল নষ্ট করে ফেলে এবং কেরাটিন কমে যায়।
এরমধ্যে চুলের ক্ষতি হয়ে থাকলে যা করণীয়চুলের ফাটা অংশ কেটে নিন। আগাফাটা চুল কমানোর সবচেয়ে সহজ উপায় হল আগা ছাঁটা। তবে চুলকে আরেক ভাবেও রক্ষা করা যায়। তা হল কেরাটিন পুনরুদ্ধার করা। ‘কেরাটিন ট্রিটমেন্ট’ চুলের সমস্যা ঠিক করতে সাহায্য করে।চুল কাটতে যদি খুব বেশি আপত্তি থাকে তাহলে স্যালুনে গিয়ে মিনি-ট্রিম করাতে পারেন। এতে চুল খুব বেশি কাটতে হবে না।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |