চেক প্রতারনার মামলায় ব্যবসায়ীর ৪ মাসের কারাদন্ড


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে চেক প্রতারনার মামলায় এক ব্যবসায়ীর ৪ মাসের কারাদন্ড দিয়েছেন একটি আদালত। একই সাথে চেকের সমপরিমান অর্থ ৩ লাখ ৪২ হাজার টাকা জরিমানা সাজা প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার ৬ষ্ঠ জেলা ও দায়রা জজ মাসুদ করিম এর আদালত আইবিবিএল হাটহাজারী শাখায় খেলাফী গ্রাহক পলাতক আসামী মোঃ তাজুল ইসলাম (৪৯) ইসলামের বিরুদ্ধে এ রায় প্রদান করেন। মামলার বাদী ও ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মাহবুবুল আলম কর্তৃক দায়েরকৃত মামলায় বিচারিক আদালত বাদীর জেরা জবানবন্দী গ্রহণ, দলিলপত্র পর্যালোচনা ও যুক্তি তর্ক শেষে উক্ত রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামী রেডী মেইট গার্মেন্টস ব্যবসার জন্য বাদী ব্যাংকের বিনিয়োগ সুবিধা গ্রহন করেন। উক্ত টাকা পরিশোধের জন্য চেক প্রদানের পর চেকটি নগদায়নের ব্যবস্থা না করে বিনিয়োগকৃত অর্থ চেক প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করেন। আসামী পলাতক থাকায় সাজা পরোয়ানা মুলে গ্রেপ্তারের দিন থেকে তার সাজা গণনা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।