চেলসিকে হারিয়ে শিরোপার আরো কাছে ম্যান সিটি


স্পোটস ডেক্স : দুদান্ত জয়ে টেবিলের শীরষ স্থান আরো মজবুত করলো ম্যান সিটি। গতকালের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যান সিটির হয়ে একমাত্র গোলটি করেন বার্নাডো সিলভা৷
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ২৫ জয়ে ৭৮ পয়েন্ট সহ লিগ জয়ের কাছাকাছি ম্যান সিটি৷ রবিবার এতিহাদ স্টেডিয়ামে খেলার শুরু থেকেই বার বার আক্রমন কর গোলের দেখা পাচ্ছিল না পেপ গুয়ার্দিওলার শিষ্যরা৷
খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের মুখ দেখে ম্যান সিটি৷ ডেভিড সিলভার ক্রস থেকে চেলসির জালে বল পাঠান সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নাডো সিলভা৷এরপর আর দুদলই োন গোলের দেখা পায়নি।
খেলার শেষ পর্যন্ত ১-০ ব্যবধান অপরিবর্তিত থাকে৷ এই জয়ের সঙ্গেই দ্বিতীয় স্থানে থাকা লিভাপুলের থেকে ১৮ পয়েন্টে এগিয়ে প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে সবচেয়ে আগে থাকল পেপে গুয়ার্দিওলার দল৷২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে থাকা লিভারপুলের সঙ্গে শীর্ষে থাকা সিটির পয়েন্ট ব্যবধান ১৮। একমাস হাতে রেখে টাইটেলও জিতে নিতে পারে সিটি।