ঢাকা, সোমবার, ৫ই জুন ২০২৩ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ বিবিএ”তে দেশ সেরা ছাত‌কে যারিন তাসনিম আহমেদ মাহি।

আরিফুর রহমান মানিক ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র কৃতি শিক্ষার্থী যারিন তাসনিম আহমেদ মাহি-বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ নাম্বার পেয়ে দেশ সেরা নির্বাচিত হওয়ায় চ্যান্সেলর’স  গোল্ড মেডেল  অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) লাভ ক‌রে‌ছেন।   সে সুনামগঞ্জের ছাতক শিল্পনগরূী উপ‌জেলার পৌর শহ‌রের বাগবাড়ি গ্রা‌মের সুনামগঞ্জ -৫, ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী এলাকার ৩ বারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের কন‌্যা। কলিম উদ্দিন আহমেদ মিলন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি। গত বুধবার(২২ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে অনুষ্টিত সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই  অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান করা হয়। এ অনুষ্টানে বাংলাদেশের রাষ্ট্রপতি এডভো‌কেট.আব্দুল হামিদ ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি কৃতি শিক্ষার্থী যারিন তাসনিম আহমেদ মাহি’র হাতে  চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) তুলে দেয়া হয়। তা‌কে অ‌ভিনন্দ জা‌নি‌য়েছেন ছাতক প্রেসক্লা‌বের সভাপ‌তি গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারন সম্পাদক আনোয়ার হো‌সেন র‌নিসহ প্রেসক্লা‌বের নেতৃবৃন্দ।

You must be Logged in to post comment.

পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভজনপুর ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ান     |     বুড়িমারীতে অজ্ঞাত কারণে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে ছাদ চাপায় কলেজ ছাত্রের মৃত্যু     |     রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত      |     চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী      |     মেহেরপুরে পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু     |     বেড়েই চলেছে পেঁয়াজের ঝাজ,দাম নাগালে রাখতে আমদানীর দাবী     |     সরকারি নীতিমালা উপেক্ষা করে ঝিকরগাছায় প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকার পরও ম্যানেজ প্রক্রিয়ায় চেয়ারে বসেছে আনারুল ইসলাম     |     ঝিকরগাছায় ৩৭প্রকার দেশীয় ফল দিয়ে কিন্ডারগার্টেন স্কুলের মধুমাসের ফল উৎসব     |     ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী , সা:আব্দুল আলিম      |