চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ বিবিএ”তে দেশ সেরা ছাতকে যারিন তাসনিম আহমেদ মাহি।


আরিফুর রহমান মানিক ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র কৃতি শিক্ষার্থী যারিন তাসনিম আহমেদ মাহি-বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ নাম্বার পেয়ে দেশ সেরা নির্বাচিত হওয়ায় চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) লাভ করেছেন। সে সুনামগঞ্জের ছাতক শিল্পনগরূী উপজেলার পৌর শহরের বাগবাড়ি গ্রামের সুনামগঞ্জ -৫, ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী এলাকার ৩ বারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের কন্যা। কলিম উদ্দিন আহমেদ মিলন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি। গত বুধবার(২২ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে অনুষ্টিত সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) প্রদান করা হয়। এ অনুষ্টানে বাংলাদেশের রাষ্ট্রপতি এডভোকেট.আব্দুল হামিদ ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি কৃতি শিক্ষার্থী যারিন তাসনিম আহমেদ মাহি’র হাতে চ্যান্সেলর’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) তুলে দেয়া হয়। তাকে অভিনন্দ জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনিসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।