ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত‌কে গো‌বিন্দগঞ্জ ক‌লে‌জে অ‌বৈধ অধ্যক্ষ অপসার‌নের দা‌বি‌তে মানবন্ধন 

আরিফুর রহমান মানিক ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :ছাত‌কে দুনী‌তিবাজ অধ‌্যক্ষের অপসারণ দা‌বি ও অধ‌্যক্ষসহ শিক্ষক‌দের উপর মিথ‌্যা মামলা প্রত‌্যাহা‌রে দা‌বি‌তে পাল্টা পা‌ল্টি পৃথক পৃথক মানবন্ধন কমসু‌চি পালন ক‌রেন।
পাল্টা পা‌ল্টি কমসু‌চি নি‌য়ে উভয় প‌ক্ষের ম‌ধ্যে চরম উত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছিল। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষ‌নিক সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিকের নেতৃ‌ত্বে একদল পু‌লিশ নি‌য়ে ঘটনাস্থ‌লে পৌ‌ছে প‌রি‌স্থি‌তি দুপ‌ক্ষের ম‌ধ্যে আলোচনা ক‌রে অশান্ত প‌রি‌বেশ‌কে শান্ত ক‌রেছে পু‌লিশ।
গত মঙ্গলবার সকা‌লে ১১ থে‌কে বিকাল ৩টা পয়ন্ত সি‌লেট সুনামগঞ্জ সড়‌কের পৃথক পৃথক বি‌ক্ষোভ মি‌ছিল,ঘেরা ও মানবন্ধন অ‌বৈধ দুনী‌তিবাজ অর্থ আত্নসাৎ কারী অধ্যক্ষ সুজাত আলী র‌ফি‌কের অপসার‌ন দা‌বি‌‌তে ছাত্র সমাজ ও বৃহত্তর গো‌বিন্দগঞ্জ এলাকাবাসীর ব‌্যানা‌রে অনুষ্টিত হয়ে‌ছে। অনু‌ষ্টিত বি‌ক্ষোভ মিছি‌লে ছাত্র সমাজ এলাকাসীর লোকজন অ‌বৈধ অধ‌্যক্ষ বিরু‌দ্ধে নানা নোংরা ভাষা শ্লোগানে শ্লোগানে মুখ‌রিত হ‌য়ে উঠে‌ন গো‌বিন্দগঞ্জ এলাকা। এক দফা এক দা‌বি দুনী‌তিবাজ অধ‌্যক্ষ অপসারনের দা‌বি ক‌রেন।
অ‌বৈধ অধ‌্যক্ষ ‌সুজাত আলী র‌ফি‌কের ক‌লেজ ভিত‌রে রে‌খে ক‌লেজ গেইট প্রাঙ্গ‌নে ৫ ঘন্টা ঘেরাও ক‌রে রাখেন ছাত্র সমাজ ও বৃহত্তর গো‌বিন্দগঞ্জ এলাকাবাসীর ব‌্যানা‌রে লোকজন।
এ ম‌ধ্যে দুনী‌তিবাজ অধ‌্যক্ষ পু‌লিশ‌কে বাধা ডি‌ঙ্গি‌য়ে ক‌লেজের মা‌ঠে অধ‌্যক্ষ সুজাত আলী র‌ফি‌কসহ শিক্ষক‌দের উপর দা‌য়ের করা মিথ‌্যা মামলা প্রত‌্যাহা‌রে দা‌বি‌তে ক‌লেজ শিক্ষক কর্মকতা ও কর্মচা‌রিবৃন্দ উদ্দ্যো‌গে এক মানবন্ধন অনু‌ষ্টিত হয়।
 অনু‌ষ্টিত মানবন্ধ‌নের ৪জন শিক্ষক বক্তব‌্য রা‌খেন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জা‌নি‌য়ে এলাকাবাসীর প‌ক্ষে ছাত্র সমাজ ও বৃহত্তর গো‌বিন্দগঞ্জ এলাকাবাসীর ক‌লে‌জের মেধাবী ছাত্র রেজাউল ক‌রিম রেজাকে উপর সন্ত্রাসী হামলার প্রতিবা‌দে ও অ‌বৈধ দুনী‌তিবাজ অর্থ আত্নসাৎকারী অধ‌্যক্ষ সুজাত আলী র‌ফি‌কের অপসার‌নের দা‌বিতে ক‌লেজ ঘেরা ও বি‌ক্ষোভ মি‌ছিল সি‌লেট সুনামগঞ্জ সড়‌কে ঘন্টা ব‌্যা‌পি বিশাল মানবন্ধন অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।
গত মঙ্গলবার বিকাল ৩টায় সময় পু‌লি‌শের সহ‌যো‌গিতায় অ‌বৈধ অধ‌্যক্ষ সুজাত আলী র‌ফিক‌কে ক‌লেজ থে‌কে বের ক‌রে দি‌য়ে  এলাকাবাসী অশান্ত প‌রিস্থিতকে শান্ত ক‌রে‌ছেন পু‌লিশ।
অ‌বৈধ অধ্যক্ষ সুজাত আলী র‌ফি‌কের নি‌দে‌শে
গত ৫ জানুয়া‌রি ক‌লেজ মেধাবী অনার্স ২য় বর্ষ ছাত্র রেজাউল ক‌রিম রেজাকে মার‌পিট, নির্যাতন করায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে দেয়া হয়। এ ঘটনায় দেশ বি‌দে‌শে ব্যাপক ভাইরাল হয়ে‌ছে । পর কলেজ গভর্ণিংবডি ও এলাকাবাসীকে তোয়াক্কা না করে পুলিশ ডেকে এনে নির্যাতিত কলেজ ছাত্র রেজা কে পুলিশে সোপর্দ করেছে অ‌বৈধ দুনী‌তিবাজ অধ‌্যক্ষ।
গত ২২ মার্চ এ ঘটনার বিস্তা‌রিত কা‌হিনী দি‌য়ে সুনামগঞ্জ আমল গ্রহনকারী জু‌ডি‌সিয়াল ম‌্যা‌জি‌ষ্ট্রিট আদাল‌তে নিয়া‌তিত ছাত্র রেজাউল ক‌রিম রেজা বাদী হ‌য়ে অ‌বৈধ দুনী‌তিবাজ অধ‌্যক্ষ সুজাত আলী র‌ফিককে প্রধান আসামী ক‌রে ৬ জ‌নের বিরু‌দ্ধে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।
এ মামলা বলা হয় ক‌লেজ ফান্ড থে‌কে ৫০লাখ উত্তোলন ও  সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে না‌মে কলেজের সাবেক শিক্ষার্থীদের কাছ থে‌কে প্রায় ২ কো‌টি ২৫ লাখ আত্নসা‌তের ঘটনায় মামলা দা‌য়ের ক‌রেন নিয়া‌তিত ছাত্র। এ মামলা‌টি ভিন্নখা‌তে নি‌তে দুনী‌তিবাজ অ‌বৈধ অধ‌্যক্ষ নানা টালবাহানা শুরু ক‌রে‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন মামলা বাদী।
অনু‌ষ্টিত মানবন্ধ‌নে বক্তব‌্য রা‌খেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সালিশ ব্যক্তিত্ব মুজিবুর রহমান, মাস্টার মাফিজ আলী,আব্দুল ল‌তিফ মাষ্টার,সা‌বেক ইউপি চেয়ারম‌্যান আখলাকুর রহমান,শামীম আহমদ,আশাফুর রহমান এনাম,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ গফ্ফার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদ হাসান ডালিম,এমদাদুর রহমান,রেজাউল ক‌রিম রেজা সহ শতা‌ধিক ব‌্যক্তিরা। বক্তারা ব‌লেন,উচ্চ আদাল‌তে ক‌লেজের অ‌বৈধ অধ‌্যক্ষ ব‌লে নি‌শ্চিত ক‌রেন তারা। তার বিরু‌দ্ধে ছাত্র নিযা‌তিত ছাত্র রেজাউল ক‌রিম রেজা বাদী হ‌য়ে দুনী‌তিবাজ অধ‌্যক্ষ‌কে প্রধান আসামী ক‌রে সুনামগঞ্জ আদাল‌তে এক‌টি মামলা দা‌য়ের
করার পর দুনী‌তিবাজ অধ‌্যক্ষ এ ঘটনায় বি‌ভিন্ন খা‌তে নি‌তে প্রত‌্যাহা‌রে না‌মে নাটক সৃ‌ষ্টি ক‌রে‌ছে অধ‌্যক্ষ।
এ ব‌্যাপা‌রে সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,
ক‌লে‌জের অধ‌্যক্ষ অপসারন দা‌বী‌ ও শিক্ষক‌দের উপর মিথ‌্যা মামলা প্রত‌্যাহার নি‌য়ে দুপ‌ক্ষে ম‌ধ্যে কমসু‌চি শা‌ন্তিপুন ভা‌বে পা‌লিত হয়।
এ ব‌্যাপা‌রে ওসি) খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকির এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,
ক‌লেজ গেইট প্রাঙ্গ‌নে এলাকাবাসী অধ‌্যক্ষ অপসার‌নে দাবীতে মানববন্ধন ও অধ‌্যক্ষ শিক্ষক‌দের উপর মানবন্ধন কমসু‌চি ক‌লে‌জের ভিত‌রে মা‌ঠে মানবন্ধন অনু‌ষ্টিত হয়।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |