ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত‌কে জাপার বি‌ক্ষোভ মি‌ছিল, জ্বালানী তেলের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত মে‌নে নিতে পারে না জাপা

ছাতক(সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি, ছাত‌কে জাতীয় পার্টি উপ‌জেলা শাখার উ‌দ্দ্যো‌গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বি‌ক্ষোভ মি‌ছিল গো‌বিন্দগঞ্জ এলাকা থে‌কে বের হ‌য়ে বি‌ভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদশন শে‌ষে গো‌বিন্দগঞ্জ ট্রা‌ফিক প‌য়েন্ট এক প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। গত বুধবার বিকা‌লে উপজেলা জাপার সভাপতি আবুল লেইছ কাহারের সভাপতিত্বে ও যুব সংহতির সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় অনু‌ষ্টিত প্রতিবাদ সমা‌বে‌শে অন‌্যান‌্যদের বক্তব‌্য রা‌খেন জাপা উপ‌জেলা সাধারন সম্পাদক সামছুদ্দীন,সেলিম আহমদ, রমজান আলী, দিলবর আলী,সা‌জিদ আলী, ইরফান আলী, রা‌কিব আলী,আতাউর রহমান,ডাক্তার আব্দুল মান্নান পীর,যুব সংহ‌তি নেতা ফয়জুল ইসলাম.ও‌লিউর রহমান,ম‌নির উ‌দ্দিন,ছমির উদ্দীন,ইসমাইল আলী,রাসেল আহমদ,রিপন আহমদ,খালেদ আহমদ,হারিছ আলী,মোস্তক আহমদ প্রমুথ। বক্তারা ব‌লে‌ছেন,আমরা শ্রীলঙ্কার মতো স্বৈরশাসন চাই না, মেগা প্রকল্প চাই না। বাংলাদেশকে ৮০ হাজার কোটির টাকা সুদ দিতে হচ্ছে। ২/১ বছর পর সুদ ও আসল পরিশোধ করতে মহা বিপদের সামনে পড়বে দেশ। রাজস্ব আদায়ের লক্ষমাত্রা পূরণ না হলে ঋণ করে বেতন-ভাতা দিতে হবে। সরকার আইএমএফ এর পরামর্শে জ্বালানী তেলের দাম.বৃ‌দ্ধি ক‌রে দেশ‌কে দেউ‌লিয়া প‌থে দেয়া হ‌চ্ছে। সরকার নজিরবিহীন ভাবে জ্বালানী তেলের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত মে‌নে নিতে নে‌বে না জাপা । অ‌বিল‌ম্বের জ্বালানী তেলের দাম কমা‌নো দা‌বি জানান। প্রথ‌মে প‌বিত্র কোরআন তেলওয়াত ক‌রেন মাওলানা হোসাইন আহমদ।

You must be Logged in to post comment.

গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |     ‘আয় বাঙ্গালি খাই বাঙ্গালি’ মেহেরপুরের গাংনীতে ব্যতিক্রমধর্মী আনন্দ আয়োজন     |