ছেলে সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম


আজকের রিপোর্ট ডেক্স : ছেলেসন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়াত। মুশফিকের বাবা আবদুল হামিদ ফেসবুকে প্রকাশিত এক স্ট্যাটাসে নাতির জন্মের খবর জানিয়ে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সবার কাছে দরখাস্ত। মা ও ছেলে দুজনই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভালো মানুষ করেন। তিনি তাঁর নাতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। জানিয়েছেন, মা ও ছেলে দুজনই সুস্থ আছেন। পরে মুশফিক নিজেও তাঁর ভেরিফািইড ফেসবুক পেজে নবজাতককে কোলে নিয়ে নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি সবার কাছে সন্তানের জন্য দোয়া চেয়েছেন।