ঢাকা, সোমবার, ২০শে মার্চ ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জনপ্রিয়তার শীর্ষে জেলা পরিষদ সদস্য প্রার্থী সফিকুল ইসলাম 

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৭ অক্টোবর। নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনের ( ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের পাশাপাশি থাকছে সিসিটিভি ক্যামেরা।
চলতি নির্বাচনে ঠাকুরগাঁও – ওয়ার্ড (০২) বালীয়াডাঙ্গী উপজেলার জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জননেতা আলহাজ্ব সফিকুল ইসলাম৷ তিনি এর আগে সুনামের সাথে দীর্ঘ ১৯ বছর ইউপি চেয়ারম্যান ও পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন৷
জেলা পরিষদ সদস্য প্রার্থী সফিকুল ইসলাম বলেন,আমি ১৯ বছর বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ও ৫ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে  দায়িত্ব পালন করেছি৷ এবারে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে তালা প্রতীকে নির্বাচন করছি৷ এ উপজেলার মাটি ও মানুষের সাথে আমার একটি শখ্যতা রয়েছে। আমি এতদিন গণমানুষের সেবা করেছি। সকল মানুষের সাথে আমার একটি সুসম্পর্ক আছে। আমি এর আগে চেয়ারম্যান থাকা অবস্থায় জনসেবায় সম্পৃক্ত থেকেছি। আমার নির্বাচনী এলাকায় ১০৭ জন ভোটার রয়েছেন। যার অধিকাংশ ভোটারদের সাথে আমি দীর্ঘদিন থেকে কাজ করেছি৷ তারা আমাকে সমর্থন দিয়েছেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আমি জয়যুক্ত হলে আমার উপজেলায় জেলা পরিষদ থেকে যে বরাদ্দ আসবে তা দিয়ে এলাকার উন্নয়ন ঘটাব। পাশাপাশি এলাকার শিক্ষা ও চিকিৎসা খাতকে আরো বেগবান করব ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি জয়যুক্ত হব বলে আমি আশা করছি।

You must be Logged in to post comment.

মেহেরপুরের বিভিন্ন ইটভাটার মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত     |     মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২০     |     আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা     |     মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধন     |     ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান : জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা     |     ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি     |     লালমনিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে     |     হাল না ছাড়া শেরপুরের সংগ্রামী মামুন এখন মেটা’র ইঞ্জিনিয়ার     |     মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা     |