জরুরি অবতরন বাংলাদেশী বিমানের

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আজ দুপুরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। উড়োজাহাজটির মডেল ছিলো ড্যাশ-৮।
উড়োজাহাজটি ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিলো বলে জানান শাহজালাল বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার অহিদুল আলম। শিডিউল অনুযায়ী দুপুর ১২টা ২৬ মিনিটে উড়োজাহাজটি রানওয়ে ছেড়ে যায়। কিন্তু ১৮ মিনিট পরই উড়োজাহাজটি আবারও শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে।
কারণ হিসেবে অহিদুল আলম জানান, বিমানটির কেবিনে প্রেশার কমে গিয়েছিলো। ফলে এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে নামিয়ে এনে অন্য একটি উড়োজাহাজে করে সৈয়দপুর পাঠানো হয়।
উড়োজাহাজটিতে ৬৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এ ব্যাপারে যোগাযোগ করেও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১২ মার্চ বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৪৯ জন যাত্রী নিহত যান।