জাতীয় কন্যা শিশু দিবসে রংধনুর সাতরঙা আয়োজন


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালন করেছে রংধনু ফাউন্ডেশন। দিবসটি ঘিরে তাদের স্লোগান ছিলো
‘আমরা কন্যা শিশু, আমরা আগামী নারীর ভবিষ্যৎ’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা সদরের এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও শিশুদের মাঝে গল্পের বই বিতরণ করেছে সংগঠনটি। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে তারা। কুইজে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরষ্কার। এ সময় বক্তারা কন্যা শিশুর সুরক্ষাসহ নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। গল্পের বই আর নানা আয়োজনে আনন্দে মেতে উঠে ক্ষুদে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজিরুল হক, রংধনু ফাউন্ডেশনের উপদেষ্টা অর্থনীতিবিদ হাসনুর রশিদ বাবু, রংধনু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার, তেঁতুলিয়া শাখার সভাপতি মনিরুজ্জামান প্রত্যাশা, সংগঠনের সদস্য ফাতেমা রাউফা মেধা, নাবিফা আবরার হৃদি, মাকতুবাত এশা, নুসরাত জাহান নাইস, সিনথিয়া আক্তারসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।