জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করল বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স


মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচিতে সেরা ভায়া ও সিবিই কেন্দ্র হিসেবে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই সাথে বিভাগীয় পর্যায়ে সেরা কমিউনিটি রেজিষ্ট্রেশন হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেন উপজেলার জগদল কমিউনিটি ক্লিনিক। গত ২ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মহসিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মচারীসহ সুধীজন উপস্থিত ছিলেন।