জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে


আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ পঞ্চগড় জেলায় শিক্ষা সপ্তাহ উদযাপনে কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় পঞ্চগড় জেলার আটোয়ারীর ‘মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ ’ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ৬ মার্চ জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার শঙ্কর কুমার ঘোষ দ্বয়ের কাছ থেকে অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী শ্রেষ্ঠত্বের সনদপত্র ও কৃতিত্বের স্মারক আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন।অধ্যক্ষ মোঃ সোলায়মান আলী বলেন, পঞ্চগড় জেলার মধ্যে আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করায় আটোয়ারীবাসী গর্বিত। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাই।