ঢাকা, শনিবার, ১লা এপ্রিল ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জাফর ইকবালের হামলাকারীকে আটকে রাখা হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড.মুহাম্মদ জাফর ইকবালের হামলাকারী আটক করেছে বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা। বর্তমানে তাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের- ‘এ’তে আটকে রাখা হয়েছে। শনিবার বিকালে ওই হামলার পরপরই তাকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন।

ওই তরুণকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে রাখা হয়েছে। বর্তমানে তাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের- ‘এ’তে আটকে রাখা হয়েছে। সিলেট মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জ্যোতির্ময় সরকার তপু খবরটি নিশ্চিত করেছেন।

ঘটনার পর পর উত্তেজিত ছাত্ররা হামলাকারীকে মারধর করলে সে অজ্ঞান হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে থাকলেও শিক্ষার্থীরা হামলাকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেনি। তার পরিচয় সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি।

বিকালে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জাফর ইকবাল। অনুষ্ঠান উপভোগ করতে মুক্তমঞ্চের সোফায় বসা ছিলেন তিনি। এরমধ্যেই পিছন থেকে তার উপর হামলা করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বিকেল পাঁচটা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। সূত্রটি প্রাথমিকভাবে জানিয়েছে, হামলাকারী বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। তাকে আটক করা হয়েছে।

হামলাকারী শিক্ষার্থী কে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো বিরোধের জেরে জাফর ইকবাল এই হামলার শিকার হয়ে থাকতে পারেন।

You must be Logged in to post comment.

গাংনীা রামনগর গ্রামে রাস্তায় বেড়া দেয়ায় অসহায় পরিবার গৃহবন্ধী     |     ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন      |     ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য     |     ঝিকরগাছার ইভটিজিংয়ের শিকার অনি রায়ের পরিবারের পাশে গিলবার্ট নির্মল বিশ্বাস     |     ফুলবাড়ী‌তে ইসলামী ব্যাংকিং শীর্ষক আ‌লোচনা ও ইফতার মাহ‌ফিল     |     সুন্দরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাকে হেনস্থা     |     গাংনীতে বিভিন্ন ইউনিয়নে ‘বীর নিবাস’ পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     বৈকালিন স্বাস্থ্য সেবার প্রথম দিনে ফুলবাড়ীতে সেবা নিল একজন রোগী।     |     মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা     |     বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী     |