জাফর ইকবাল শঙ্কামুক্ত, কথা বলছেন


নিউজ ডেক্স : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল শঙ্কামুক্ত। সুস্থ আছেন, কথা বলছেন বলে জানা গেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত কয়েকজন এ ব্যাপারে জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
হাসপাতালে অধ্যায়নরত এম নজরুল ইসলাম এক পোস্টে লিখেছেন, ‘জাফর ইকবাল স্যার ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী (৩য় তলার ১১নং) ওয়ার্ডে ভর্তি রয়েছেন… স্যার শঙ্কামুক্ত আছেন। কথাবার্তা বলছেন।’
উল্লেখ্য, আজ বিকালে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জাফর ইকবাল। অনুষ্ঠান উপভোগ করতে মুক্তমঞ্চের সোফায় বসা ছিলেন তিনি। এরমধ্যেই পিছন থেকে তার উপর হামলা করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বিকেল পাঁচটা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। সূত্রটি প্রাথমিকভাবে জানিয়েছে, হামলাকারী বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। তাকে আটক করা হয়েছে।
হামলাকারী শিক্ষার্থী কে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো বিরোধের জেরে জাফর ইকবাল এই হামলার শিকার হয়ে থাকতে পারেন।
প্রসঙ্গত, শাবিপ্রবিতে সম্প্রতি র্যাগিংয়ের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ওই ঘটনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জাফর ইকবাল বলেন, তাদের যে শাস্তি দেওয়া হয়েছে তা আসলে খুবই কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার ছিল এবং রাষ্ট্রীয় আইনে তাদের বিচার করার দরকার ছিল।