ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জিভে জল আনা তেহারি রান্নার সহজ উপায়

তেহারী পছন্দ করেন না এমন মানুষ আমাদের এই ঢাকা শহরে (বাংলাদেশেও) পাওয়া দুরহ হবেই। পাশাপাশি প্রায় সকল রাস্তার ধারের টং হোটেলে এই খাবার মোটামুটি স্বাদের এবং কম মুল্যে পাওয়া যায় বলে ছাত্র/ছাত্রী, মধ্যবিত্ত, নিম্মবিত্তদের কাছে এই খাবার খুব জনপ্রিয়।

আজকের রেসিপি আয়োজনে আপনাদের জন্য রয়েছে তেহারি রান্নার সহজ উপায়। ঘরে বসে খুব সহজে এবং তাড়াতাড়ি এই পদটি তৈরি করা যায়। চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন তেহারি!

উপকরণ

গরুর মাংস – ১ কেজি
পোলাও এর চাল – ১ কেজি
পেয়াজ বাটা – ১/২ কাপ
পেয়াজ কুচি – ১/২ কাপ বেরেস্তা করার জন্য
আদা বাটা – ২ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
মরিচ গুড়া – ২ চা চামচ
হলুদ গুড়া – ১/২ চা চামচ
ধনে গুড়া – ১ চা চামচ
জিরা গুড়া – ১ চা চামচ
এলাচ,দারুচিনি, লবঙ্গ – ৪/৫ টি করে
তেজপাতা – ২ টা
লবন – সাদ মত
কাচা মরিচ – ৬/৭ টি
তেল – ২০০ মি লি
ঘি – ৩ চা চামচ
গরম পানি – ৬ কাপ
নতুন আলু – ৭/৮ টা
জাফরানি রঙ – কয়েক ফোটা ( ইচ্ছা)

প্রণালী

– মাংস ছোট সাইজে কেটে নিন।ধুয়ে ভাল করে পানি ঝড়িয়ে নিন।

– আলু সিদ্ধ করে জাফরানি রঙ ও সামান্য লবন ছিটিয়ে তেলে ভেজে নিন।

– হাড়িতে তেল গরম করে পেয়াজ কুচি ভেজে বেরেস্তা করে তুলে নিন।

– সব বাটা মশলা কষিয়ে মাংস দিন।লবন দিন। মাংস নরম হলে ও পানি শুকিয়ে গেলে নামাতে হবে। আলাদা পানি দেবার দরকার নেই।

– ভাল করে কষানো হলে মশলা থেকে মাংস আলাদা করে তুলে নিন।

– এবার সেই পাত্রে আস্ত গরম মশলা দিন ও ধুয়ে রাখা পোলাও এর চাল দিন।

– ৩ -৪ মিঃ ভেজে গরম পানি দিন। নেড়েচেড়ে ঢেকে দিন।

-পানি শুকিয়ে গেলে তুলে রাখা মাংস, আলু,কাচামরিচ, বেরেস্তা দিন।

– এরপর ২০ মিঃ দমে রেখে দিন। নামাবার সময় ঘি ছড়িয়ে দিন।

রায়তা, সালাদ সহযোগে পরিবেশন করুন।

You must be Logged in to post comment.

গাংনীতে মরহুম গোলাম সরোয়ার ভলিবল টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত জামজামিকে হারিয়ে ঢেপা চ্যাম্পিয়ন     |     রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |