জিরোনাকে উড়িয়ে দিল বার্সেলোনা


স্পোটস ডেক্স : স্প্যানিশ লা লিগায় দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে ন্যু কাম্পে প্রথমবার খেলতে আসা জিরোনাকে ৬-১ গোলে পরাজিত করেছে সুয়ারেজ মেসিরা। উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের হ্যাটট্রিক আর লিওনেল মেসির জোড়া গোল আর কুতনহোর এক গোলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
ম্যাচের শুরটা অবশ্য দুর্দান্ত ছিল জিরোনার। মানজানেরার গোলে ৩ মিনিটে এগিয়া যায় নবাগত দলটি। এর পেই জ্বলে উঠে বার্সা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জ্বলে ওঠাই এদিন কাল হয়ে দাঁড়াল জিরোনার জন্য।
আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি
প্রতিপক্ষ বার্সেলোনাকে শুরুতেই গোল হজম করতে বাধ্য করেছে নবাগত ক্লাবটি। ৩ মিনিটে দলটির হয়ে একমাত্র গোল মানজানেরার। পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি ম্যাচের পুরোটা সময় ছিল শুধুই বার্সার। সেই সঙ্গে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জ্বলে ওঠাই এদিন কাল হয়ে দাঁড়াল জিরোনার জন্য।
এদিন অসাধারণ নৈপুণ্য দেখান আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি। ম্যাচের ৩০ মিনিটের সময় নিজের প্রথম গোলটি করেন এর ঠিক ৬ মিনিট পরই চমৎকার ফ্রি কিক থেকে আরও একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান মেসি। এদিন হ্যাটট্রিক তুলে নেন উরুগুয়ের স্ট্রাইকার লইস সুয়ারেজ।
বিরতির ঠিক আগে সুয়ারেজ আরও একটি গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে এ মৌসুমে রেকর্ড ট্রান্সফারে বার্সায় যোগ দেয়া কুতিনহো আর একটি গোল করেন। আর ৭৬ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্রিক উদযাপন করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ।
লা লিগায় চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি গোল করলেন সুয়ারেজ। আর বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৪টি গোল করে দলটির ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতার মালিক হলেন তিনি। অপরদিকে এবারের লিগে সর্বোচ্চ ২২তম গোল করলেন মেসি।
লিগে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।