জেএফএ অ-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পঞ্চগড় জেলা দল


ডেক্স নিউজ : জেএফএ অ-১৪ মহিলা ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পঞ্চগড় জেলা মহিলা ফুটবল দল। সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ায় রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও জেলা প্রশাসক জহুরুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন। নিজেদের শেষ ম্যাচে ময়মনসিংহ জেলা দলের বিপক্ষে ৩-০ গোলের জয়ে গ্রæপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় কোচ মোফাজ্জল হোসেন বিপুলের দল।
গ্রæপ পর্বের প্রথম ম্যাচে হোচট খেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়িয়েছিল পঞ্চগড়ের বাঘিনীরা। ২-২ গোলে ড্র করে গুরুপত্বপূর্ব ১ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে দাপুটে ৩-০ গোলে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কোচ বিপুলের পঞ্চগড় জেলা দল। দলের হয়ে ম্যাচে রিমি খাতুন ২২ ও ৪৫ মিনিটে ও তিশা রানী ১৩ মিনিটে একটি গোল আদায় করে নেন।
বোদা উপজেলা ফুটবল একাডেমীর পরিচালক ও এএফসি-সি কোচ মোফাজ্জল হোসেন বিপুলের হাতে গড়া একাডেমির প্রতিভাবান মহিলা খেলোয়াড়রা দারুন নৈপুন্য দেখিয়া একেরপর এক সাফল্য অর্জন করছে। বোদা উপজেলা ফুটবল একাডেমীর খেলোয়াড়দের গড়া দল নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। পঞ্চগড় জেলা মহিলা দলের এই সাফল্যে জেলাবাসী আনন্দিত।
আগামী ৭ তারিখ একই মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।