জেএমবি’র নৃশংস বোমা হামলায় নিহত স্বর্গীয় বিচারক জগন্নাথ পাঁড়ে এবং শহীদ সোহেল আহমেদ এর ১৭তম মৃত্যু বার্ষিকী।


এএসটি সাকিলঃ- আজ সোমবার (১৪ নভেম্বর), বিচার বিভাগ, ভোলার আয়োজনে ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি’র নৃশংস বোমা হামলায় নিহত স্বর্গীয় বিচারক জগন্নাথ পাঁড়ে এবং শহীদ সোহেল আহম্মেদ এর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সকাল ৮.০০ ঘটিকায় জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে কালি বাড়ি রোডের শহীদ সমাধিস্থলে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহীদদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের উদ্দেশ্য দোয়া ও সামষ্টিক ভোজের আয়োজন করা হয়।
পরে সাংবাদিকদের উদ্দেশ্যে ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, আজকের এই দিনে স্বর্গীয় বিচারক জগন্নাথ পাঁড়ে এবং শহীদ সোহেল আহমেদকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যে “জিরো টোলারেন্স” নীতি ঘোষণা করেছেন সেটি বাস্তবায়নে ভোলা জেলা পুলিশ ও বিচার বিভাগ, ভোলা এক সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
এ সময় জনাব মহসিনুল হক, মাননীয় জেলা ও দায়রাজজ, ভোলা, জনাব শরীফ মোঃ সানাউল হক, মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভোলা, জনাব অসীম কুমার দে, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভোলা, জনাব আলী মানসুর, অতিরিক্ত জেলা ও দায়রাজজ, ভোলা, জনাব মোঃ সামছুদ্দিন, যুগ্ন জেলা ও দায়রা ল্যান্ড সার্ভে, ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, কোর্ট পুলিশ পরিদর্শক সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।