ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জেলার গোমস্তাপুরে ৩৫ বাঙ্গালী হিন্দুকে পাক বাহিনীর হত্যাকান্ডের স্মরণে সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা চত্তরে ১৯৭১ সালের ২০ এপ্রিল ৩৫ জন হিন্দু ধর্মাম্বলী ব্যক্তিকে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাক বাহিনী ধরে এনে নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দেয়ার ঘটনায় এক প্রার্থণা ও স্মরণ সভা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে নিহতদের আতœার শান্তি কামনায় গোমস্তাপুর কামারপাড়া দুর্গা স্মৃতি মন্দির কমিটির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। গনকবর চত্তরে প্রার্থণা,পূজা অর্চণা ও স্মৃতিশৌধ চত্তরে ফুল দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। পরে দুর্গা মন্দির চত্তরে এক স্মরণ সভা ও ৩ দিনব্যাপি হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন এবং শেষ দিন শ্রী শ্রী মহাপ্রভুর নামে ভোগ, প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। স্মরণ সভায় দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী কমল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রভাষক মোস্তফা কামাল, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিহতের পরিবারের সদস্যরা। স্মরন সভায় উপস্থিত হত্যাকান্ডের শিকার পরিবারের সদস্যরা বর্তমান সরকারের কাছে তাদের যথাযথ মূল্যায়ন এবং বধ্যভূমিটির স্বীকৃতি দাবী করেন। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা নিহতের পরিবারের সাথে একাত্ততা ঘোষণা করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন এবং গণকবরটির স্বীকৃতি আদায় সহ নিহতের পরিবারের সদস্যদের যথাযথ মূল্যায়ন এবং নিহতদের যেন শহিদের মর্যাদা দেয়া হয় এজন্য তিনি চেষ্টা করবেন বলে জানান। উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ এপ্রিল স্থানীয় রাজাকাদের সহায়তায় গোমস্তাপুর থানার পাশ্ববর্তী এলাকা থেকে ৩৫ হিন্দু ব্যক্তিকে ধরে এনে থানা চত্তরে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |