ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধা নিহত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর সদরের ২নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম রসুল (৮৫) নামের এক বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের মৃত মুছাব্বি মোড়লের ছেলে। বর্তমানে সে কৃষ্ণনগর বোডঘাট এলাকায় বসবাস করতেন।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, বেনাপোল টু খুলনা বেতনা এক্সপ্রেস ট্রেনটি বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টা ১৫মিনিটের সময় ঝিকরগাছা রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসলে, পথিমধ্যে পৌর সদরের ৩নং ওয়ার্ডের জেলা ডাক বাংলো সংলগ্ন রেল লাইনপাড়ার রেল লাইনের উপর দিয়ে বৃদ্ধা গোলম রসুল হাসপাতাল রোডের দিকে যাওয়ার সময় পিছন থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেন। তখন সে ট্রেনের নিচে পড়লে তার বাম পা ও বাম হাত কেটে পড়ে যায় এবং মাথার বাম সাইটে কপালে ক্ষত হয়। ট্রেন চলে চাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় ৫মিনিট পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। পারিবারিক ভাবে জানাজার নামাজ শেষে নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের পারিবারিক গোরস্থানে সমাধিত করা হবে।
বাংলাদেশ রেলওয়ে জিআরপি এর বেনাপোল স্টেশনের দায়িত্বরত (আইসি) কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুর রশিদ বলেন, রেল দূর্ঘটানার কথা শুনে আমিসহ আমার ফোর্স ঘটনাস্থালে এসে শুনি লাশ হাসপাতালে রয়েছে। লাশের বাম পাশের পা, হাত কাটা ও কপালে ক্ষত পাওয়া গেছে। লাশের সুরতহাল শেষ আমি উপর মহলে নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকেই নিহতের ছেলে আশার নিকট তার পিতার লাশ হস্তান্তর করা হয়েছে।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |