ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার গদখালী ইউনিয়নের বামনয়ালী ঈদগাহপাড়ায় অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল চাইল্ড একাডেমীর কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শিক্ষার মান উন্নয়নের উপর আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসহ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, স্বপ্নলোকের পাঠশালার প্রধান শিক্ষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেঘনা ইমদাদ। তিনি শ্রেণি কার্যক্রম সহ সার্বিক বিষয় পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশন পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রুমি খাতুন, স্বেচ্ছাসেবক তুষার কুমার, কুসুম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। উল্লেখ্য শিক্ষার্থীদের মাঝে হোয়াইটবোর্ড, ওজন মাপক যন্ত্র, ফটবল ও ব্যাটমিন্টন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |