ঝিকরগাছায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণঅনশন


আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ধর্মীয় বাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই ও ধর্ম যার যার রাষ্ট্র সবার এই দুুটি ¯েøাগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যশোরের ঝিকরগাছা শাখার আয়োজনে সকাল-সন্ধ্যা গণঅনশন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তরা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যপণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের মাধ্যমে সরকারী দলের বিগত ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থ বান্ধব প্রতিশ্রæতি সমূহ বাস্তবায়নের দাবী করেন। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) পৌর সদরের বাজারে যশোর-বেনাপোল মহাসড়কে সকাল-সন্ধ্যা গণঅনশনে ফিলিপ মি. রমেশ বিশ্বাসের সভাপতিত্বে গনঅনশন ও গণঅবস্থান ও গনসমাবেশের সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মৃনাল কান্তি দত্ত। এসময় উপস্থিত ছিলেন, অর্থসম্পাদক মিলন দাস, দপ্তর সম্পাদক অধ্যাপক অশোক দাস, বৃন্দাবন পাল, ছাত্র ঐক্য পরিষদের আহŸায়ক পার্থ রায়, সদস্য সচিব অমিত দত্ত সহ উপজেলা ও ১১ টি ইউনিয়নের নেতৃবৃন্দ।