ঝিকরগাছার পল্লীতে অজ্ঞাত মাতবারির একপর্যায়ে ১৩ মটরসাইকেল ও ১১জন পুলিশের থানা হাজতে


আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছার পল্লীতে অন্য স্থান থেকে এসে অজ্ঞাত মাতবারির একপর্যায়ে ১৩ মটরসাইকেল ও ১১জন পুলিশের থানা হাজতে। রবিবার সকালে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে বাহির হতে ৪জন ব্যক্তি এসে অজ্ঞাত মাতবারির করতে গিয়ে এলাকাবাসীর নিকট গণধোলাইয়ের স্বিকার হয়। তার একপর্যায়ে তাদের দু’টি মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে আবারও ১১টি মটরসাইকেলে ২৫/২৬জন ব্যক্তি এসে মাতবারির শুরু করলে স্থানীদের সাথে আবারও তাদের গোলোযোগ হয়। এই বিষয়ে বাঁকড়া পুলিশ ফাঁড়ি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বিশৃঙ্খলাকারীরা তৎপর হয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ১১জন ও ১৩ মটরসাইকেল আটক করে থানা হাজতে রাখেন। ঘটনার বিষয়ে যানতে পেরে তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান, নাভারণ সার্কেল’র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, থানার এসআই (নিঃ) আমির হোসেন সহ বাঁকড়া পুলিশ ফাঁড়ির নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা হাজির হন। ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আকটকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। অতিদ্রুত জানা যাবে বিশৃঙ্খলাকারীরা কি করতে বিষ্ণপুর এলাকায় এসেছিলো।