ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ খনন পরিদর্শন ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময়

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছার উপর দিয়ে বহমান মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। আর এই নদের কারণে প্রতিবছর জলাবদ্ধতার স্বিকার হতে হয় কপোতাক্ষ পাড়ের বহুপরিবারের বাস্তচ্যুত হওয়ার পাশাপাশি চরম মানবেতর জীবন কাটাতে হতো। সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে যাচ্ছে কপোতাক্ষের দু’পাড়ের হাজার হাজার কৃষি, মৎস্য ও পেশাজীবী পরিবার। দীর্ঘ নদীপাড়ের জেলেপল্লীর মৎস্যশিকারীরা নদী খননের খবরে দারুণ উচ্ছুসিত-আনন্দিত। তবে এই নদ খননকে কেন্দ্র করে নিয়মনীতির তোয়াক্কা করছে না বলে এলাকাবাসীরা অভিযোগ তুলছে। মঙ্গলবার বিকাল ৫টার সময় ঝিকরগাছার বেজিয়াতলা আলিম মাদ্রাসার হলরুমের অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি তার বক্তব্যে বলেন, কপোতাক্ষ নদের মধ্যে এস্কেভেটরের থনন কাজ দেখতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত মূলঠিকাদারি প্রতিষ্ঠান ও সাব-ঠিকাদারদের প্রতিনিধি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে পুর্ণখননের কাজের পরিদর্শন করলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির নেতৃববৃন্দ। অতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে ঐতিহ্যের কপোতাক্ষ নদের পূণর্খননের কাজ কিন্তু এই কার্যক্রম দেখে সন্তুটি হতে পানেনি। তিনি আরো বলেন, কপোতাক্ষ নদের পূণর্খননের কাজ যে ভাবে হচ্ছে এ থেকে দেখা যাচ্ছে কপোতাক্ষ নদের মাঝের থেকে মাটি কেটে নাদের ছাইটেই রেখে দিচ্ছে। যদি এখন বৃষ্টি আসে তাহলে, আবারও পূণর্খননের মাটি কপোতাক্ষ নদের ভিতরে চলে যাবে। এতে করে দেখা যাচ্ছে কপোতাক্ষ নদ যেমন ছিল ঠিক আবারও তেমননি হয়ে যাবে বলেন দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা যে ভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন সেটা সরকারি নিয়মনীতি মোতাবেক শিডিউল মোতাবেক হওয়া চায়। যদি শিডিউলের বাহিরে গিয়ে কাজ করেন তাহলে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটি আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এসময় উপস্থিত ছিলেন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সদস্য জিল্লুর রহমান ঝিকরগাছা উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রহিম, সদস্য শাহিনুর রহমান শাহিন, মখলেছুর রহমান কেটি প্রমুখ।

You must be Logged in to post comment.

সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |     লালমনিরহাটে ট্রাক উল্টে নিহত ১, আহত ৪     |     মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |