ঝিকরগাছায় ক্রিকেট টুর্নামেন্টে কম্পিউটার এসোসিয়েশন বিজয়ী


আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার কম্পিউটার এসোসিয়েশন ও দলিল লেখক সহকারীদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় দলিল লেখক সহকারীদের হারিয়ে কম্পিউটার এসোসিয়েশন বিজয়ী হয়। নির্ধারিত ১৫ ওভারে কম্পিউটার এসোসিয়েশন ২২৭ রান ও দলিল লেখক সহকারী ১১৩রান করেন। যার ফলে ১১৪রানের ব্যবধানে কম্পিউটার এসোসিয়েশন বিজয়ী হন।বুধবার বিকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল মাঠের এই খেলায় প্রধান অতিথি ছিলেন, ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। ক্রিকেট টুর্নামেন্ট খেলায় ঝিকরগাছা কম্পিউটার এসোসিয়েশন এর সভাপতি মোঃ বুলবুল আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোঃ ইমরান হোসেন, কামারুল ইসলাম, আনন্দ, রাশিদুল ইসলাম, কম্পিউটার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আহসান হাবীব জনি ও দলিল লেখক সহকারী মোঃ তরিকুল ইসলাম, কম্পিউটার এসোসিয়েশন এর পক্ষে খেলায় অংশগ্রহণ করেন আহসান হাবীব জনি, ইসলামুল হক (জীবন), শুভ, সিফাত, আসিফ, তন্ময়, হাবিবুর, মামুন, তৌহিদ ও দলিল লেখক সহকারীদের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন তরিকুল ইসলাম, মামুন, শেখ আহসান হাবিব, আঃ রহিম, বাপ্পি (২), ইমরান, পিংকু, আশরাফ, রাকিব, মুছা, মিন্টু, অপূর্ব প্রমুখ। খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন বাপ্পি হোসেন ও আজাদ হোসেন।