ঝিকরগাছায় দপ্তরীর ছেলে বাড়ীতে ফিরলেন হেলিকপ্টারে!


আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের দপ্তরী রবিউল ইসলামের ছেলে বকুল হোসেন দীর্ঘদিন মালয়েশিয়া থেকে সোমবার হেলিকপ্টার যোগে নিজ বাড়ি এসেছেন। এসময় হেলিকপ্টারে গ্রামের ফেরার কথা এলাকায় ছড়িয়ে পড়লে দুপুরে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসুক জনতার ভিড় জমে। নির্বাসখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি জ্যাক হাসান মিন্টু বলেন, শিওরদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি রবিউল ইসলামের ছেলে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। সোমবার সে দেশে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটা হেলিকপ্টার ভাড়া করে নিজ বাড়ি এসেছে। তার বহনকারী হেলিকপ্টারটি দুপুরে শিওরদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামে।