ঝিকরগাছায় পূর্ণাঙ্গ শহীদমিনারের দাবি


আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর সদরের মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল। স্কুলের আঙ্গিনায় রয়েছে ভাষা শহীদরে স্মরণে নির্মিত একটি শহীদ মিনার। আর এই শহীদ মিনারটি অপূণাঙ্গ বলে দাবি করে পূর্ণাঙ্গ শহীদ মিনারের দাবিতে রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১২টার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানেরর দপ্তরের আবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এসময় উপিস্থত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের খুলনা বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক শাওন রেজা খোকা, ঝিকরগাছা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিদ গাজী, পৌর শাখার সাধারণ সম্পাদক ফিরোজ জামান তুলি, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দীন বাবলু সহ আরো অনেকে।