ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজের প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ২০২২-২৩ আর্থিক সালের প্রযুক্তি গ্রহিতা চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সময় উপজেলা পরিষদের মুক্তমঞ্চের সামনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়’র বাস্তবায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, মৎস্য সম্প্রসারণ অফিসার সত্যজিৎ সানা, ক্ষেত্র সহকারী রুহুল কুদ্দুস সহ আরো অনেকে।
উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের সিআইসি কমিটির ১জন মহিলা সদস্যদের মাঝে ১০ কেজি মাছের খাবার ও ৫হাজার পিচ দেশীয় প্রজাতির শিং ও মাগুর মাছের পোনা দেওয়া হয়েছে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |