ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় শিক্ষার্থীদের হাত দিয়ে শীতবস্ত্র বিতরণ

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা পৌরসদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্ণিং হোম’র শিক্ষার্থীদের হাত দিয়ে গরীব, অসহায় ও দুস্থ্য পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে নতুন বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের হাত দিয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম। এসময় তিনি বলেন, সবাই গরীব, অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করছি একটু ব্যতিক্রম ভাবে। আমার শিক্ষার্থীরা দানবীর হওয়ার জন্য এটা তাদের প্রথম ধাপ বলে আমি মনেকরি। শিক্ষার্থীরা এটা দেখে শিক্ষাগ্রহণ করবে এবং গরীব, অসহায় ও দুস্থ্য পরিবারের সদস্যদের মাঝে দাঁড়াবে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রওশনারা শিখা, শারমিন আফরোজ ইভা, সাবিনা হিরা, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সবুজ আক্তার, রঞ্জিত কুমার, রুমানা শারমিন, পারভিন আকতার, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |