ঢাকা, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মনিরুজ্জামান সুমন,জেলা প্রতিনিধি,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ও কোলা গ্রাম থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো- রামচন্দ্রপুর গ্রামের আকরব আলী বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (৪৫) ও কোলা গ্রামের মৃত রহমান শেখের ছেলে মিন্টু শেখ (৩২)।সোমবার সকালে তাদের আটক করা হয়।ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রামচন্দ্রপুর ও কোলা গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রাম থেকে ২’শ গ্রাম গাঁজাসহ লুৎফর রহমান ও কোলা গ্রাম থেকে ৩’শ গ্রাম গাঁজাসহ মিন্টু শেখকে আটক করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

You must be Logged in to post comment.

রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |     গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত     |     কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না টাঙ্গাইলে ভুট্টায় পোকার আক্রমণ! দিশেহারা কৃষকরা     |     ঘাটাইলে অটোরিক্সা মোটর সাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত     |     ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা: আহত ৩     |     মেহেরপুরে শিল্পকলা একাডেমির গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত     |     গাংনীতে ভ্রাম্যমান আদালতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জামাই শ্বশুরের জরিমানা     |