ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব


মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইয়াবাসহ আসাদুল ইসলাম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার আরাপপুর এলাকার সদর উদ্দিনের ছেলে। ঝিনাইদহ র্যাব -৬ এর স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, র্যাব ক্যাম্পের চৌকস অভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ বাইপাস এলাকায় অভিযান চালায়। এসময় আব্দুল মান্নান মুন্সি ষ্টোরের সামনে থেকে আসাদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার কাছ থেকে ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯ (খ) ধারার মামলা করা হয়। র্যাব আরো জানায়, আটককৃত আসাদুল শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।