ঝিনাইদহে কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন


মনিরুজ্জামান সুমনঃ ঝিনাইদহের কালীগঞ্জে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সজল (৩০) এর বিরুদ্ধে স্ত্রী সীমা খাতুন কে গলা টিপে হত্যার অভিযোগে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছে সীমার পরিবার। আজ দুপুরে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রামে সীমার পরিবার নিজ বাড়ীতে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলন শেষে মহামায়া বাজারে একটি মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে গ্রামের নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে বক্তারা সীমা হত্যার বিচার দাবী করেন।
আদালতে মামলা সুত্রে জানা যায়, জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার কাশিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সজল এর সাথে সদর উপজেলার মহামায়া গ্রামের শাহাজুল ইসলামের মেয়ে সীমার দুই বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে সীমার দাম্পত্য জীবন সুখেই কাটছিলো। গত পৌর নির্বাচনে সজল কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে। যে কারনে অনেক টাকা ব্যায় হয়। নির্বাচনের খরচ যোগাতে স্ত্রী সীমার পরিবারের কাছে যৌতুক হিসেবে দুই লাখ টাকা দাবী করে। সীমার পরিবার টাকা দিতে অপারগতা স্বীকার করলে সেখান থেকে শুরু হয় সংসারে ঝগড়া অশান্তি। চলতে থাকে সীমার উপর নির্যাতন। বেশকয়েকবার সীমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাবার বাড়ি থেকে গত ১৫-৯-২২ ইং তারিখে সীমাকে সজলের বাড়িতে নিয়ে যায়।
সীমার বাবা শাহাজুল অভিযোগ করেন, তার জামাই সজল পরোকিয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন, সজল প্রায়ই বাহিরে রাত কাটাতো। ঘটনার আগের দিন রাতে সজল বাড়িতে ছিল না,এ নিয়ে ১৯-৯-২২ ইং তারিখ সকাল ৮ টার দিকে মেয়ে সীমার সাথে সজলের বাকবিতন্ডা হয়,একপর্যায়ে সীমাকে গলাটিপে হত্যা করে। পরে সীমা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে তাদের খবর দেয়। এঘটনায় সীমার বাবা শাহাজুল ইসলাম বাদী হয়ে আদালতে সজল তার বাবা সিরাজুল ইসলাম ও মা তাসলিমা খাতুন কে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।