ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পান চাষী নিহত


মনিরুজ্জামান সুমন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পান চাষী নিহত হয়েছে। রবিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সদর উপজেলার কাশিপুর গ্রামের পান চাষী জালাল উদ্দিন ভোরে ঝিনাইদহ শহরের পান বিক্রি করতে যাচ্ছিল। পথে শহরের সরকারি কেসি কলেজের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তার গতিরোধ করে মোবাইল, টাকা, বাইসাইকেল ও পান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে মার্কেটের নাইটগার্ড ও টহল পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।