ঝিনাইদহে জাতীয় পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি :আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল ও তৃণমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ঝিনাইদহে জাতীয় পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে খাদ্য গুদামের সামনে গিয়ে শেষ হয়। পরে ঢাকা কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় দলটির জেলা শাখার সদস্য সচিব রাশেদ মাজমাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন আহমেদ। এসময় বক্তব্য রাখেন, জাপা নেতা মনিকা আলম, মিজানুর রহমান, শামীম আজাদ সোনা, শহিদ বিশ্বাস, আজিজুর রহমান অটো, আসিফ উদ্দিন লাভলু, তোফাজ্জেল হোসেন সোহাগ, ফিরোজ কবীর, বাচ্চু মন্ডল, নাসির উদ্দিন, কবির উদ্দিন, অরবিন্দ বিশ্বাসসহ জেলা ও উপজেলা শাখার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করতে সকলকে কাজ করার আহ্বান জানান।