ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭৯


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নাশকতা বিরোধী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ৪৬ নেতাকর্মীসহ ৭৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ২২টি ককটেল।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, অভিযানে সদর উপজেলায় ১২টি ককটেলসহ জামায়াত-বিএনপির ১০ জন, শৈলকুপায় বিএনপির ১১ জন, হরিণাকুন্ডুতে বিএনপি-জামায়াতের ৮ জন, কালীগঞ্জে বিএনপি-জামায়াতের ৩ জন, কোটচাঁদপুরে ১০টি ককটেলসহ জামায়াতের ৭ জন ও মহেশপুর উপজেলায় জামায়াত-বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া রাতভর অভিযানে বিভিন্ন মামলার আরো ৩৩ আসামিকে আটক করা হয়েছে।