ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড


মনিরুজ্জামান সুমন,জেলা প্রতিনিধি,ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামে মুন্নি খাতুন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ দেন। দন্ডিত মুন্নি খাতুন ওই গ্রামের শরিফুল মন্ডলের স্ত্রী। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ডেফলবাড়ীয়া গাতপাড়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬০ গ্রাম গাজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে ৬ মাসের কারাদন্ড প্রদাণ করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
রাশেদুজ্জামান বাবু