ঝিনাইদহে ৪ স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার


মনিরুজ্জামান সুমন, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :ঝিনাইদহে ৪র্থ শ্রেণীর ৪ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, জেলার হরিণাকুন্ডু উপজেলার হরিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে চতুর্থ ও পঞ্চশ শ্রেণীর ছাত্রীদেরকে যৌন হয়রানী করে আসছিল।শনিবার দুপুরে টিফিনের সময় স্কুলের ছাঁদে ডেকে নিয়ে ওই চার ছাত্রীকে শ্লীলতা হানি করে। বিকালে শিক্ষার্থীরা তাদের পরিবারকে জানালে অভিভাবকরা শিক্ষক গোলাম কিবরিয়াকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে সন্ধ্যায় একজন অভিভাবক হরিণাকুন্ডু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় দায়ের করে। পরে ওই মামলায় শিক্ষকে গ্রেপ্তার দেখানো হয়।