ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহ শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি

মনিরুজ্জামান সুমন:ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের একতা টায়ার হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানের ৪/৫টি ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ টাকা ও সোনার গহনাসহ আনুমানিক লাখ টাকা টাকা চুরি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। অফিসের কর্মচারী স্বপন কুন্ডু জানিয়েছেন, বুধবার রাত ১০টার দিকে তারা ঘর বন্ধ করে বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলে সবকিছু তছনছ করা দেখতে পান। এরপর তিনি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জানান। একতা টায়ার হাউজের স্বত্তাধীকারী এএসএম বিল্লাহ রিন্টু জানান, খবর পেয়ে তিনি ব্যাবসা প্রতিষ্ঠানে এসে দেখেন, নিচতলা ও দুইতলার সব ক্যাশ বাক্স, ড্রয়ার ও আইরেন্স সেফ ভাঙ্গা এবং তছনছ করা। তিনি আরো জানান, বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা দুই তলার সিড়িঘরের টিন সরিয়ে প্রবেশ করে এবং সব ঘরের তালা ভেঙ্গে ক্যাশ বাক্স, ড্রয়ার ও আইরেন্স সেফে রাখা ব্যাবসার সমস্ত টাকা নিয়ে যায়। তিন ভরি সোনার গহনা ও নগদ টাকাসহ চোরেরা আনুমানিক ত্রিশ লাখ টাকা নিয়ে গেছে বলে তিনি প্রাথমিক ভাবে মনে করছেন। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। ওই ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশিয়ার গৌতম কুমার প্রতিষ্ঠানের প্রায় ৪০/৫০ লাখ টাকা আত্মসাৎ করার দায়ে চাকররীচ্যুত হওয়ার এক মাস পর এই দুধর্ষ চুরির ঘটনা রহস্যজনক বলে প্রতিবেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা মনে করছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার এসআই শাহাদাতুল আলম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের চুরির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |