ঝড়-শিলা বৃষ্টিতে ৫২০ হেক্টর জমির ফসলের ক্ষতি


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ শুক্রবার (৩০ মার্চ )বিকেলে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় প্রায় চার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং ৫২০ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।শনিবার বিকালে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ থেকে ক্ষয়ক্ষতির এতথ্য জানা গেছে।জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ঝড় ও শিলা বৃষ্টিতে পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া, সদর, সাদুল্যাপুর ও ফুলছড়ি উপজেলার আংশিক এলাকাতেও ক্ষতি হয়েছে।জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, এ জেলার চার উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ৩৯০টি কাঁচা ও টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, আংশিক ক্ষতি হয়েছে আরও তিন হাজার ৪৩০টি ঘর। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে দেড় লাখ টাকা, ৫০ বান্ডিল টিন বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া, প্রত্যেককে ১০ কজি করে মোট ৩৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ.ক.ম রুহুল আমিন জানান,ঝড়ে জেলার সাতটি ইউনিয়নের ৫২০ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এরমধ্যে বোরো ধান, ভুট্টা ও শাক-সবজিসহ অনান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।