ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঝড়-শিলা বৃষ্টিতে ৫২০ হেক্টর জমির ফসলের ক্ষতি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ শুক্রবার (৩০ মার্চ )বিকেলে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় প্রায় চার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং ৫২০ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।শনিবার বিকালে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ থেকে ক্ষয়ক্ষতির এতথ্য জানা গেছে।জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ঝড় ও শিলা বৃষ্টিতে পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া, সদর, সাদুল্যাপুর ও ফুলছড়ি উপজেলার আংশিক এলাকাতেও ক্ষতি হয়েছে।জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, এ জেলার চার উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ৩৯০টি কাঁচা ও টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, আংশিক ক্ষতি হয়েছে আরও তিন হাজার ৪৩০টি ঘর। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে দেড় লাখ টাকা, ৫০ বান্ডিল টিন বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া, প্রত্যেককে ১০ কজি করে মোট ৩৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ.ক.ম রুহুল আমিন জানান,ঝড়ে জেলার সাতটি ইউনিয়নের ৫২০ হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এরমধ্যে বোরো ধান, ভুট্টা ও শাক-সবজিসহ অনান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |