ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে এক ইউপিতে নৌকা অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে স্থগিত হওয়া দুই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আনিছুর রহমান তালুকদার হীরা এবং ঝাওয়াইল ইউনিয়নে আনারস প্রতীকের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) রাতে রিটার্নিং অফিসার নাজমা সুলতানা ওই দুই ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, হেমনগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনিছুর রহমান তালুকদার হীরা ৬ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান নাসির টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ১৯৯ ভোট।

অন্যদিকে, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান তালুকদার আনারস প্রতীকে ৮ হাজার ৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আয়শা আক্তার শিখা পেয়েছেন ৭ হাজার ৯০৬ ভোট।

প্রকাশ, নবম ধাপে অনুষ্ঠেয় এ দুই ইউপির নির্বাচন সীমানা জটিলতা সংক্রান্ত মামলার কারণে উচ্চ আদালতের আদেশে স্থগিত ছিল।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |