ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রেন-অটোরিক্সার সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি এলাকায় ট্রেন-অটোরিক্সার সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে পিয়ারা বেগম (৩৫) এবং গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাওহীদ (০২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত দুইজন হলেন- উপজেলার আগতেরিল্যা গ্রামের পিয়ারা বেগম এবং মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে তাওহীদ।

গতকাল শুক্রবার ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে ঘটনার দিন তাওহীদের মা নার্গিস বেগম (৩০) ও লাবনী বেগম (৩০) এবং জান্নাতী (দেড় বছর) নামে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল লাইনের উপজেলার ঢেপাকান্দি এলাকায় ট্রেন-অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় ৫ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন ফায়ার সার্ভিস এবং ভূঞাপুর থানা পুলিশ।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |