টাঙ্গাইলে নারী খামারিদের টাকা প্রাণিসম্পদ কর্মকর্তার পকেটে!


আ:রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অধীনে দেশি মুরগির ঘর নির্মাণের বরাদ্দকৃত অর্থ নি¤œমানের সামগ্রি দিয়ে ঘর নির্মাণ করে অবশিষ্ট টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের, মোঃ আনিসুর রহমান বিরুদ্ধে।
জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে দেশী মুরগীর ঘর নির্মাণের জন্য উপজেলার আনেহলা ও লোকেরপাড়ায় ৭২ এবং রাসুলপুর ও লক্ষিন্দর ইউনিয়নের ছাগল পালনের জন্য ঘর নির্মাণের ৪০ মোট ১১২ জন খামারীর জন্য ২২ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। সেই টাকা খামারীদের ব্যাংক একাউন্টে টাকা জমা হলেও কথা না মানলে সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়ার ভয় দেখিয়ে তাদের ব্যাংক একাউন্ট থেকে অর্থ উঠিয়ে নেন ।
উপজেলার হাটকয়ড়া আনেহলা গ্রামের দেশী মুরগী সমিতির সদস্য কাল্পনা বেগম, সেলিনা বেগম, মিতু বেগম কাছে খামারিদের একাউন্টে জমা হওয়া টাকা প্রাণী সম্পদ কর্মকর্তা কিভাবে পেলেন জানতে চাইলে তারা জানান, আমরা নিজেরাই ঘর তৈরি করতে চেয়েছিলাম কিন্তু স্যার করতে দেয় নাই। বললেন সকলের ঘর একই ধরনের ডিজাইন করতে হবে কাজেই তোমাদের টাকা দেয় যাবে না। তার পরেও কেউ কেউ আপত্তি করলে স্যার রাগ করে সদস্য পদ থেকে বাদ দেয়া ভয় দেখালে আমরা সকলেই ঘাটাইল কৃষি ব্যাংকে গিয়ে স্যারের কথা মতো স্বাক্ষর দিয়ে আসি পরে স্যার এই সব ঘড় আমাদের করে দিয়ে ।এ
এসব অনিয়মের বিষয়ে আনেহলা ইউনিয়নের পিজি সদস্য (মাঠকর্মী) আজিজুল জানান, আমাদের কাছে কোন কিছু জিজ্ঞেস না করে স্যার কে জিজ্ঞাসা করেন যা কিছু করেছি তার নির্দেশেই হয়েছে ।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিসুর রহমান জানান আমরা খামারিদের কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে টাকা উত্তোলন করিনি। তারা নিজেরাই টাকা উত্তোলন করেছে